• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কৃষকলীগ নেতা হত্যার জেরে বসতঘরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৪:৩৫ পিএম

কৃষকলীগ নেতা হত্যার জেরে বসতঘরে অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘরসহ আশেপাশের আরও বেশ কয়েকটি বসতঘর ইটভাটায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ( ফেব্রুয়ারি) রাত সাড়ে টার দিকে ফাঁসিয়াতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক মানিক সরদার। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এ সময় তার সমর্থিত পাশের থেকে ১০টি বসতঘর একটি ইউভাটায় পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তারা।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মানিক সরদার হত্যাকাণ্ডের ঘটনার জেরেই পরবর্তী অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ করে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার জানান, আগুনের খবর পেয়ে মাদারীপুর গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। একাধিক স্থানে আগুনের ঘটনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাদারীপুরের পুলিশ সুপার গোলম মোস্তফা রাসেল জানান, মানিক সরদার হত্যাকাণ্ডের ঘটনার জেরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বসতঘরসহ বেশ কয়েকটি ঘর ইটভাটায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। তারা মনে করছে, মানিককে সাবেক চেয়ারম্যান মিলন সরদারের লোকজন হত্যা করেছে। কিন্তু আইন হাতে তুলে নেয়া কারোরই ঠিক হয়নি। দুটি ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান চলছে বলে জানান তিনি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারের কাছে একদল দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নদীর পাড়েই ফেলে রাখে। পরে গুরুতর আহত মানিকের চিৎকারে স্থানীয়রা পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মাহমুদ আহত মানিক সরদারকে মৃত ঘোষণা করেন।

এএমকে/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ