• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মানিকগঞ্জের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস আর নেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:৫১ পিএম

মানিকগঞ্জের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী  শাহজাহান বিশ্বাস (৬৫)।

 

৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

শাহজাহান বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা অগ্রণী ব্যাংক কর্মকর্তা আহসান হাবিব শোভন। তিনি বলেন, ‘তার চাচা ১৫ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

কৌড়ী গ্রামে ৬০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন শাহজাহান বিশ্বাস। এলাকায় বৃক্ষপ্রেমী শাহজাহান নামেই বেশি পরিচিত। 

 

শাহজাহান বিশ্বাস ১৯৭৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে প্রবাসে চলে যান। সেখানে প্রায় ৫ বছর কাটান তিনি। এরপর নিজ গ্রামে চলে আসেন। বাড়ির উঠানে গড়ে তোলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তা-ঘাটের দু'পাশের পতিত জমিতে। নিজ খরচে রাস্তা-ঘাটের পাশের জায়গাগুলো পরিষ্কার করে গাছের চারা রোপণ করেই থেমে যাননি তিনি। এরপর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙ্গিনায় গাছের চারা রোপণ করেন তিনি। 

জেডখান/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ