• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শারীরিক সম্পর্কে জন্যই স্ত্রীকে গলাকেটে হত্যা করেছিল ফতুল্লার সেই স্বামী

প্রকাশিত: মে ২৮, ২০২১, ০২:৩৬ পিএম

শারীরিক সম্পর্কে জন্যই স্ত্রীকে গলাকেটে হত্যা করেছিল ফতুল্লার সেই স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গত বুধবার (২৫ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গলা কেটে হত্যা করা হয় গৃহবধু তানজিদা আক্তার পপিকে (২৫)। সেই ঘটনায় ওই সময় নিহতের স্বামী হীরা চৌধুরীকে আটক করে পুলিশ। এবার স্ত্রীকে গলাকেটে হত্যার দায় স্বীকার করেছেন ওই স্বামী। এ নিয়ে আদালতে জবানবন্দিও দিয়েছেন হীরা।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে ঘাতক স্বামী হীরা চৌধুরীর এ জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ওই বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই জাকির হোসেন মাসুদ বলেন, 'আটকের পর হীরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে হীরা জানায়, চাহিদা অনুযায়ী শারীরিক মেলামেশা করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে পপিকে হত্যা করেছে সে। পরে তাকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বললে সে সেখানেও তার হত্যার দায় স্বীকার করে। হীরা চৌধুরীর এই জবানবন্দিসহ আরও কয়েকটি বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে দেখা হবে হত্যার পেছনে অন্যকোন বিষয় রয়েছে কি না।'

নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে। অপরদিকে হীরা চৌধুরী ফতুল্লার পূর্ব লামাপাড়ার এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। তাদের সংসারে তুষার (১০) ও ফুয়াদ (৭) নামে দুটি ছেলে সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, বুধবার ভোরে নিজ বাড়িতেই হীরা চৌধুরী তার স্ত্রী পপিকে হত্যা করে। হত্যার পর ঘটনাস্থল থেকেই হীরাকে ছুরিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বুধবার রাতেই নিহত পপির ভাই শাকিল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

এএএম

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ