• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: মে ২৮, ২০২১, ০২:৩৩ পিএম

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক

দেশজুড়ে ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল ছিল পদ্মা। যার ফলে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। তবে টানা তিন দিন পর শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। লঞ্চ চলাচল শুরু করায় স্বস্তি দেখা দিয়েছে যাত্রীদের মাঝে।

এর আগে গত মঙ্গলবার (২৫ মে) বিকেলে ঝোড়ো বাতাসের জন্য লঞ্চ চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। যা শুক্রবার সকাল পর্যন্ত বলবৎ ছিল। তবে পদ্মা শান্ত হওয়ায় লঞ্চ চলার অনুমতি দেয়া হয়েছে।

এ দিকে দুদিন বন্ধ থাকার পর শুক্রবার ভোর থেকে ফেরি চলাচলও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কে-টাইপ ফেরি কুঞ্জলতা এবং ১০টায় ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়। আর শুক্রবার সকাল থেকে রোরো, ডাম্প, কে টাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল করছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,' ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে শুক্রবার সকাল দশটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি এসেছে।' 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বৃহস্পতিবার রাত ১০টা থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করা হয়। আর শুক্রবার সকাল থেকে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।'

পাটুরিয়া-আরিচা : 

তিন দিন বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।  শুক্রবার (২৮ মে) সকাল ৯টা থেকে এই দুই রুটে লঞ্চ চলাচল শুরু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল ৯ টা থেকে এ দুটি নৌপথে লঞ্চ চলাচল শুরু করা হয়।

এ দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দুটি রো রো ও দুটি ইউটিলিটি ফেরির যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এতে বিঘ্নিত হচ্ছে পদ্মা পারাপার। ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে। 

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে মোট ১৭ টি ফেরি রয়েছে। এর মধ্যে শাহজালাল, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের দুটি রো রো ও ঢাকা ও মাধবীলতা নামের দুটি ইউটিলিটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে। 

তিনি বলেন, 'পাটুরিয়া ঘাট ট্রাক টার্মিনালে ৩০০টি সাধারণ পণ্যবাহী ট্রাক এবং শ'খানেক যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।'

এএএম


দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ