• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বৈরী আবহাওয়ায় পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৮:০৭ পিএম

বৈরী আবহাওয়ায় পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি

সাপ্তাহিক ছুটি ও বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ফেরিতে ওঠার অপেক্ষায় থাকছে কয়েকশ যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের।

 

শুক্রবার বেলা ১টার দিকে পাটুরিয়া প্রান্তে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন ঘাটপাড়ে অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।

 

যশোরগামী ট্রাকচালক রুবেল মিয়া বলেন, ‘কাল (বৃহস্পতিবার) বিকালে মালমাল নিয়ে ঘাটে এসেছি। এখন সাড়ে ১২টা বাজে। ঘাট পারের কোনো খবর নাই। জানি না কখন ঘাট পার হতে পারব।’

 

মোহাম্মদ মহসীন মিয়া ট্রাকভর্তি মাল নিয়ে যাবেন কুষ্টিয়া। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘাটে এসেছেন। এখনও পাননি ফেরি পারের টিকিট। অভিযোগ রয়েছে টাকা দিলেই আগে যাবার টিকিট মেলে। তখন আর লম্বা লাইনে অপেক্ষা করতে হয় না।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি চলাচল করছে। মূলত ছুটির দিন ও বৃষ্টির কারণে ঘাটে চাপ রয়েছে।’


জেডখান/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ