• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লালমনিরহাটে বিজিবি’র মারমুখী আচরণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৮:৪৭ পিএম

লালমনিরহাটে বিজিবি’র মারমুখী আচরণের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তবর্তী লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানিসহ বিজিবির মারমুখী আচরণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় লোকজন। একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কানীপাড়া এলাকায় এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম ও বড়খাতা বিজিবি ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলামকে প্রত্যাহারের দাবি তোলেন সীমান্তবাসী।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খোকা ও স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম জানান, সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য বেশকিছু দিন ধরে সীমান্তবাসীর সঙ্গে মারমুখী আচরণ করে আসছে। গত ২৪ জানুয়ারি কোনো কারণ ছাড়া ওই এলাকার তছলিম উদ্দিনের পুত্র হাফিজুল ইসলামকে ক্ষেত থেকে ধরে নিয়ে যায়। তারপর তার কাছে ভারতীয় মোবাইল সিম পাওয়া গেছে এমন অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করে।

এ ঘটনার প্রতিবাদ করায় গত ২৯ জানুয়ারি বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার একটি মাদকের মামলায় হাফিজুলের ছোট ভাই হাবিবুর রহমানকেও আসামি করে।

সীমান্তবাসীর অভিযোগ, সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম ও বড়খাতা ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলামসহ কয়েকজন বিজিবি সদস্যের মারমুখী আচরণ ও মিথ্যা মামলা দায়েরসহ হয়রানির ঘটনায় সীমান্তবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কারণে নায়েক সুবেদার মফিদুল ইসলাম ও হাবিলদার শহিদুল ইসলামের প্রত্যাহারের দাবি তুলেছে স্থানীয়রা।

এ বিষয়ে সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম দাবি করেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে।
ডা/
আর্কাইভ