
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৮:৩৭ পিএম
ফরিদপুরে সড়কের কাজে ব্যবহৃত পাথর, পিজ ও গ্রীণ ওয়েল মিক্সারের সময় প্লান্ট বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আগুন ছড়িয়ে পরে প্লান্টের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আহত হয়েছে দুই শ্রমিক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে মিক্সারের কাজ চলমান অবস্থায় হঠাৎ করেই প্লান্টে বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণে আগুন ও ধোয়া চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, শহরের বাইপাস সড়কের ব্রাহ্মানান্দা এলাকায় বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহিদ মোটরস দীর্ঘদিন যাবৎ সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে। সেখানে পাথর, পিজ ও গ্রীন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করে থাকে। মিক্সার মেশিনের একটি ইউনিট থেকে আগুন লাগে। মিক্সার মেশিন এর বিভিন্ন দরজা পদার্থ থাকায় দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়। দূর থেকে কালো ধোয়ার কুন্ডলী দেখে মনে হচ্ছিল কোন পাম্পের আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে এসে দেখা যায় পিস ঢালাইয়ের কাজের প্লানটিতে গ্রীন অয়েল, বিটুমিন সহ দাহ্য পদার্থের মাধ্যমে সেগুলো মিক্সচার করা হয়ে থাকে। সেখান থেকে কোনভাবে আগুন লেগে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে প্ল্যানটিতে থাকা বিভিন্ন ধার্য পদার্থ পড়তে থাকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। মটরের অতিরিক্ত ঘর্ষণ ও দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা।
এসময় সেখানে কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলামিনের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে এবং অপর আহত মোকসেদের বাড়ী একই উপজেলার বকুলনগর গ্রামে।