• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে, যুবক গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৩:০৬ এএম

গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে, যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক গৃহবধূর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে আবু সাঈদ মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শনিবার (২৯ জানুয়ারি) উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে আবু সাঈদকে স্থানীয়রা আটক করে র‌্যাব-১৩-এর নিকট সোপর্দ করে। ধৃত আবু সাঈদ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সুবেদ আলীর ছেলে।

জানা গেছে, ফেসবুকের মাধ্যমে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের এক গ্রহবধূর সঙ্গে পরিচয় ঘটে আবু সাঈদের। সেই সূত্র ধরে দীর্ঘদিন তার সঙ্গে কথাবার্তা চলে আসছিল। এমনকি ওই গৃহবধূর স্বামীর বাড়িতে যাওয়া-আসা করছিল।

একপর্যায় ওই গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুক আইডিতে প্রকাশ করলে গৃহবধূর পরিবারের লোকজন বিষয়টি দেখেন। শনিবার আবু সাঈদ গৃহবধূর বাড়িতে গেলে, সুকৌশলে তাকে আটকে রেখে গাইবান্ধা র‌্যাকে খবর দেয়। র‌্যাব তাৎক্ষণিক যুবক আবু সাঈদকে গ্রেফতার করে। এ নিয়ে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

জেডআই/এম. জামান

আর্কাইভ