• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ১২:২২ এএম

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পাষাণ আলী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২-এর সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়।

আটক পাষাণ আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।

বিজিবি জানায়, পাষাণ আলী অবৈধভাবে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্য সীমান্তে টহলরত অবস্থায় তাকে দেখতে পান। সন্দেহ হওয়ায় পাষাণ আলীকে আটক করা হয়। তিনি চোরাচালান ব্যবসার বিষয়ে বাংলাদেশে আসেন বলে জানান বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙা বিওপির সুবেদার খালেদুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রোববার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।’

এএমকে/এম. জামান

আর্কাইভ