• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শেয়ালের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৯:৫৭ এএম

শেয়ালের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

বাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রান্তিকা রানী পাল (৫) নামের এক শিশুকে শেয়াল কামড়ে মেরে ফেলেছে বলে ধারণা করছে পুলিশ। নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে তার লাশ নিজ গ্রামের শ্মশানে তার লাশ সৎকার করা হয়। এর আগে সকালে উপজেলার শ্রীঘর পালপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রান্তিকা রানী পাল উপজেলার শিবপুর ইউনিয়নের লেটারঘর গ্রামের গুরুজিৎ পালের কন্যা।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, কয়েকদিন আগে প্রান্তিকা নিজ বাড়ি থেকে শ্রীঘর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকাল থেকে তার নানা বাড়ি থেকে নিখোঁজ হলে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নানা বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, শিশুর লাশের বিভিন্ন স্থানে শিয়ালের কামড়ের চিহ্ন রয়েছে। এই এলাকায় শিয়ালের উপদ্রব বেশি।  ধারণা করা হচ্ছে শেয়ালের কামড়েই সে মারা গেছে।

জনি/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ