• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘ছাত্রদের দাবিগুলো মেনে নেয়া সরকারের দায়িত্ব’

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০১:০৩ এএম

‘ছাত্রদের দাবিগুলো মেনে নেয়া সরকারের দায়িত্ব’

দেশজুড়ে ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের অনশন ভাঙানোতে অধ্যাপক জাফর ইকবালকে ধন্যবাদ। কাজটা অন্যরাও করতে পারতেন। এখন সরকারের দায়িত্ব হচ্ছে ছাত্রদের দাবিগুলো মেনে নেয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শাবিপ্রবির প্রাক্তন ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহযোগিতা করে অপরাধ করেনি। ছাত্রদের বিরুদ্ধে দায়ের কর সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তাদের মূল দাবি আলোচনায় বসতে হবে। এখানে যিনি অধ্যাপনা করেছেন, এমন কাউকে ভিসি করা উচিত।

তিনি আরও বলেন, ‘বর্তমান ভিসিকে অন্য দায়িত্বে দেয়া প্রয়োজন। আন্দোলনের সময় পুলিশ ডাকাই উচিত হয়নি। ঘটনার পর পর শিক্ষামন্ত্রীর এখানে আসা উচিত ছিল।

এর আগে, তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলায় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল পরিদর্শন করেন। বিশেজ্ঞ মেডিকেল টিম মেডেসিন, গাইনী, চক্ষু, শিশু সার্জারীসহ বিভিন্ন চিকিৎসা পরামর্শ দেন। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

নূর

আর্কাইভ