• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রাজধানীতে তিন বাসের প্রতিযোগিতায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৭:২৩ পিএম

রাজধানীতে তিন বাসের প্রতিযোগিতায় কিশোরের মৃত্যু

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর মগবাজারে তিন বাসের প্রতিযোগিতায় বাসচাপায় পিষ্ট হয়ে রাকিব (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বাসের দুই চালক মনির হোসেন ও ইমরান হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) র‌্যাবের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এর আগে ২০ জানুয়ারি রাজধানীর মগবাজার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয় রাকিব। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। রাকিব বাসে ও রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করত।

একজন প্রত্যক্ষদর্শী এবং রাকিবকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি জানান, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের তিনটি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জনি/এম. জামান
আর্কাইভ