• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শাবিপ্রবির শিক্ষার্থীদের ফান্ডে ১১ লাখ ৫০ হাজার টাকা

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৫:৩৩ এএম

শাবিপ্রবির শিক্ষার্থীদের ফান্ডে ১১ লাখ ৫০ হাজার টাকা

সিটি নিউজ ডেস্ক


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের  আন্দোলন চলমান রাখতে শিক্ষার্থীদের ফান্ডে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। এসব টাকা এসেছে ২৩৭টি বিকাশ, ২৩টি রকেট, ১৭টি নগদ, ৪১ ব্যাংক এবং ৩৯টি বিদেশি অ্যাকাউন্ট থেকে। তবে তাদের মধ্যে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন পাঠিয়েছেন ১০ হাজার ২৫০ টাকা, ফয়সাল আহমেদ ৫ হাজার ১০০ টাকা, হাবিবুর রহমান খান নামের এক শিক্ষার্থী ৫ হাজার ১০০ টাকা, রেজা নূর মঈন দীপ দুই হাজার ৫০০ টাকা এবং নাজমুস সাকিব পাঠিয়েছেন তিন হাজার টাকা। 

আন্দোলনকারীদের টাকা দেয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন ও সিএসই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান।

সা/ডা


আর্কাইভ