• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অনশন ভাঙতে সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১২:৫০ এএম

অনশন ভাঙতে সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ

মুনওয়ার আলম নির্ঝর

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য অনুরোধ করছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) তারা এই অনুরোধ জানায়। তবে অনশনরত শিক্ষার্থীরা এক ঘণ্টা সময় চেয়েছে।

জানা যায়, এর আগে শাবিপ্রবি ক্যাম্পাসের গোল চত্বরে বিক্ষোভে আন্দোলনকারী শিক্ষার্থীর শপথ বাক্য পাঠ করে। পরে তারা অনশনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন ভাঙার অনুরোধ করে। তারা বারবার অনশনরত শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে, জীবনের মূল্য অনেক বেশি।

এ সময় অনশনরত শিক্ষার্থীরা ১ ঘণ্টার সময় চান।

এর আগে মঙ্গলবার সকালে খাবার নিয়ে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে প্রবেশের চেষ্টা করেন শিক্ষকেরা। সময় শিক্ষার্থীরা গেটেই তাদের আটকে দেন। তখন শিক্ষক-শিক্ষার্থীরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যান এবং ভিসির পদত্যাগের দাবিতে অনড় থাকেন।


এএমকে/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ