প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১০:১৬ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে খাবার নিয়ে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে প্রবেশের চেষ্টা করেন শিক্ষকেরা। এ সময় শিক্ষার্থীরা গেটেই তাদের আটকে দেন। তখন শিক্ষক-শিক্ষার্থীরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এসব অভিযোগ নিয়ে ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সিটি নিউজ ঢাকা যোগাযোগ করলে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়, সেদিন তার নির্দেশেই পুলিশ হামলা চালিয়েছে। এ সময় তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তিনি সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘সত্য সবাই জানে। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এ সময় তিনি অন্য আর কোনো প্রশ্নের উত্তর দেননি।
এরপর বেলা ২টার দিকে ভিসির জন্য আনা খাবার শিক্ষার্থীরা তল্লাশি করে পুলিশের মাধ্যমে ভেতরে যেতে দেয়।
এ সময় শিক্ষকেরা আলোচনার কথা বললেও শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ ছাড়া আলোচনায় বসতে রাজি হননি।
শিক্ষার্থীদের আন্দোলনের ১৪৩ ঘণ্টায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন আর ৯ জন ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।