• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শিক্ষক সমিতির তেল গেল ভিসির বাসভবনে

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৮:০৩ পিএম

শিক্ষক সমিতির তেল গেল ভিসির বাসভবনে

মেহেরপুর প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এর মধ্যে মঙ্গলবার (২৫ জানুয়ারি) শিক্ষক সমিতি থেকে ভিসির জন্য বাজার নিয়ে আসে। সেই বাজার ভিসির বাসভবনে পাঠাতে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এ সময় শিক্ষক সমিতির কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।

শিক্ষার্থীরা পুলিশের হাত দিয়ে খাবার পৌঁছাতে রাজি হন। সেখানে চাল, ডাল, ডিম ও তেল ছিল। সঙ্গে ছিল কিছু শুকনা খাবার ও জুস। পুলিশের হাতে খাবার দেয়ার আগে খাবার ভালো করে তল্লাশি করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ জানুয়ারি) এক নিরাপত্তা কর্মীর কাছ থেকে মাদক উদ্ধার হওয়ার কারণে তারা শিক্ষকদের আনা বাজারও চেক করেছেন।


শিক্ষার্থীদের পক্ষ থেকে তল্লাশির কারণ হিসেবে বলা হয়, সোমবার ফেনসিডিলসহ ভিসির বাসভবনের এক নিরাপত্তা কর্মী আটক হয়েছে। কাজেই তারা সন্দেহ করছেন আরও মাদক নেয়া হতে পারে। তাই তারা তল্লাশি চালান।

এর আগে, সোমবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষকেরা উপস্থিত হন। সেখানে তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

শিক্ষার্থীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে অনশন করছে স্বীকার করে ওই শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তোমরা বিদ্যুৎ ও পানির লাইন কেটে দিচ্ছ।’ তখন এক ছাত্রী বলেন, ‘পানির লাইন আমরা কাটিনি, আমরা শুধু বিদ্যুতের লাইন কেটেছি।’


এরপর ওই শিক্ষক বলেন, ‘আমরা রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা গেটটা খুলে দাও।’ এতে এক শিক্ষার্থী বলেন, ‘যেতে চাইলে, আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে।’ তখন আন্দোলনরত আরেক শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন, ‘এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এ নিয়ে আপনাদের কোনো উদ্বেগ নেই, আপনাদের উদ্বেগ শুধু একজনের বাসভবনে বিদ্যুৎ নেই তা নিয়ে।’

শিক্ষকেরা অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর রাখার দাবি করে বলেন, ‘আমরা নিয়মিত তোমাদের খোঁজখবর রাখছি।’ কিন্তু তাদের এমন দাবি শিক্ষার্থীরা অস্বীকার করে বলেন, ‘আপনারা মিথ্যা বলছেন, আপনারা আমাদের কোনো খোঁজ রাখেননি।’

এএমকে/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ