• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সখীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৬:৩৪ এএম

সখীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সামাজিক কবরস্থানের কবর খুঁড়ে ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকালে ফজরের নামাজের পর স্থানীয় হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে কবরস্থানে যান। এ সময় তিনি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে তারা কবরস্থানের চারটি কঙ্কাল চুরি হওয়ার বিষয়টি দেখতে পান। কঙ্কাল চুরির বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন গিয়ে সেখানে ভিড় জমান।

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি রায়হান সরকার বলেন, 'এই প্রথম বিষয়টি আমাদের নজরে এলো। কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিন্দনীয়। ঘটনাটি প্রশাসনকে অবগত করা হয়েছে।'

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, 'কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয়ভাবে জেনে প্রশাসনকে অবহিত করা হয়েছে।'

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, 'কঙ্কাল চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

জেডআই/ডা

আর্কাইভ