• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফতুল্লায় সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ১

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৯:৪৫ এএম

ফতুল্লায় সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের নিচতলায় রান্না ঘরের সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোস্তফা কামাল নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি জানান, বন্ধ ঘরে কোনো কারণে গ্যাস লিকেজ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুনে একজন দগ্ধ হন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লায় এএস টাওয়ারের নিচতলায় মোস্তফা কামাল সপরিবারে বসবাস করেন। পরিবারের সবাই আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ায় রাতে তিনি বাসায় এসে রান্না করতে যান এবং ওই বিস্ফোরণ হয়। এতে আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ