• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শাবিপ্রবিতে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৪:৩৩ এএম

শাবিপ্রবিতে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (২৩ জানুয়ারি) রাত ১০টায় মিছিল করতে করতে কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় তারা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


শনিবার (২২ জানুয়ারি) বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী মরদেহ নিয়ে কাফন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা সেখানে কিছু সময় অবস্থান করেন। এরপর রাত ৯টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা।

ইতোমধ্যে শিক্ষার্থীদের অনশনের দীর্ঘ সময় পার হয়েছে। এতে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন শিক্ষার্থী। তারা নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নূর/এম. জামান

আর্কাইভ