• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এবার গণ-অনশনের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৩:৫৬ এএম

এবার গণ-অনশনের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের

দেশজুড়ে ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। উপাচার্য পদত্যাগ না করায় এবার তারা গণ-অনশনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় গোলচত্বরে শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াসের সরকার।

এই আন্দোলনে এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী গণ-অনশন করতে সই করেছেন। এরা হলেন- ইফতেখার আল মাহমুদ, সামিউল এহসান শাফিন, ছামিরা ফারজানা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে আমরা আন্দোলনে নামি। ২৩ জন শিক্ষার্থী তিন দিন ধরে কিছু না খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। শিক্ষামন্ত্রী ঢাকায় আলোচনা করার জন্য আমন্ত্রণ জানালেও আমাদের পক্ষে ঢাকা যাওয়ার মতো অবস্থা নেই। কারণ প্রতিনিধি দলে আছেন অনশনরত এক শিক্ষার্থী। তাই আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, তিনি যদি একটু সময় বের করে আমাদের সঙ্গে দেখা করতে আসেন।’

শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত বুধবার বিককেল থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। ৭৫ ঘণ্টা টানা অনশন করে শিক্ষার্থীরা যখন মৃত্যুর দোরগোড়ায়, তখনও উপাচার্য পদত্যাগ করেননি উল্লেখ তারা বলেন, ‘অনশনরতদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে গণ-অনশনের ঘোষণা দেয়া হয়েছে। অনশনরত অবস্থায় কারও মৃত্যু হলে তার দায়ভার উপাচার্যকেই নিতে হবে।’

এ সময় শিক্ষার্থীরা এ-ও জানান, উপাচার্যের পদত্যাগপত্র স্বচক্ষে না দেখা পর্যন্ত অনশন চলমান থাকবে। আন্দোলনকারীরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানান।

দীর্ঘ সময় ধরে অনশন চালিয়ে যাওয়ায় অনশনকারীদের মধ্যে অসুস্থের সংখ্যা বাড়ছে। শনিবার রাত পৌনে ৮টা পর্যন্ত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা অনশন ভাঙেননি। চিকিৎসকেরা বলছেন, ‘অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মুখ দিয়ে খাবার না খাওয়ালে অবস্থার আরও অবনতি হবে।’

এএমকে/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ