• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লোকালয়ে হরিণ, বন বিভাগের কাছে হস্তান্তর

প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৩:২৩ পিএম

লোকালয়ে হরিণ, বন বিভাগের কাছে হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধি

দেশে সরাসরি আঘাত না হানলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হয়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানি। বাঁধ ভেঙে ও পানি উপচিয়ে লোকালয়ে প্রবেশ করেছে।

এ দিকে ইয়াসের প্রভাবে দলছুট হয়ে লোকালয়ে চলে আসে একটি হরিণ। বৃহস্পতিবার (২৭ মে) ভোরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে হরিণটি চলে আসে।

হরিণটিকে দেখে ধাওয়া দেয় স্থানীয়রা। পরে এটিকে ধরতে সক্ষম হয় তারা। খবর দেয়া হয় শরণখোলা বন বিভাগে।

হরিণ ধরার খবর শুনে ভিড় জমায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে হরিণটিকে নিয়ে যান বন বিভাগের কর্মকর্তারা। এটিকে গহীন বনে ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে।

এএএম/এএমকে
আর্কাইভ