• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

উখিয়ায় মাদক কারবারির সঙ্গে গোলাগুলি, ৫ কেজি আইস উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৯:৩২ পিএম

উখিয়ায় মাদক কারবারির সঙ্গে গোলাগুলি, ৫ কেজি আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর পাচারকারীদের ফেলে যাওয়া ৫ কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়েছে।

বিজিবির ভাষ্য অনুযায়ীউদ্ধার হওয়া মাদক আইসের মূল্য ২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে মিয়ানমার থেকে আইসের চালানটি পাচার করে উখিয়ায় আনা হয়। সেখানে আনার পর পালংখালি ব্রিজ এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি হয় বিজিবির।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে এই মাদকের একটি বড় চালান আসবে-এমন খবরে পালংখালি ব্রিজ এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে ৫ কেজি ক্রিস্টালমেথ (আইস) পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া ক্রিস্টালমেথ ব্যাটালিয়ন সদরে রাখা য়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো ধ্বংস করা হবে।

জেডখান/জেডআই/ডা

আর্কাইভ