• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

৬ দিনের রিমান্ডে আরসা নেতার ভাই

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৮:৪০ পিএম

৬ দিনের রিমান্ডে আরসা নেতার ভাই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার আরসাপ্রধানের ভাইশাহ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনটি মামলায় দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গার আদালত রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষে থেকে তিনটি মামলায় আরসাপ্রধানের ভাই শাহ আলীর সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

শাহ আলী (৫৫) মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠনআরসাপ্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীর ভাই। তিনি চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার জয়নব কলোনির ঠিকানায়বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রসংগ্রহ করেছেন। যা পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছে।

১৬ জানুয়ারি ভোর রাতে উখিয়ার কুতুপালং নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ-সংলগ্ন এলাকা থেকে অস্ত্র মাদকসহ শাহ আলীকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সময় ঘটনাস্থল থেকে এপিবিএন সদস্যরা চোখ বাঁধা অবস্থায় অপহৃত এক যুবককে উদ্ধার করে।

ঘটনায় ওই দিন রাতে উখিয়া থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপহৃত যুবক বাদী হয়ে একটি মামলা করেন। আসামি করা হয় শাহ আলী, মোহাম্মদ জোবাইরসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে। মামলা তিনটি তদন্তের জন্য দায়িত্ব পান উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলম।

জেডখান/এম. জামান

আর্কাইভ