• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পলাশবাড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০৩:৫০ এএম

পলাশবাড়ীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফেনসিডিলসহ আশরাফুল আলম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী নিউ পিংকি পরিবহন তল্লাশি করে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।

আটককৃত আশরাফুল আলম রংপুর মহানগরের খটখটিয়া এলাকার পিতা-মৃত মোজাম্মেল হকের ছেলে।

ওসি মাসুদ রানা বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে এই অভিযান চালানো হয়। আটককৃত আশরাফুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ