প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১১:২৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। হ্যাটট্রিক জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে যান তিনি। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর মাসদাইর এলাকায় 'চাচার' বাসভবনে পৌঁছান আইভী। তৈমূরকে চাচা বলে ডাকেন আইভী।
বাসায় প্রবেশের পর তারা কুশল বিনিময় করেন এবং একে-অপরকে মিষ্টি খাওয়ান।
এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তার (তৈমুর আলম) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমার বাবার কবরে গেলে, তার মায়ের মানে দাদির কবরেও যেতাম। নির্বাচন আসলে অনেক কথা হয়। কিন্তু সেটা সাময়িক। নির্বাচন চলে গেছে, আমি মনে করি সেগুলো আমরা ভুলে সামনে এগিয়ে যাবো। সবাই মিলে নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে তৈমুর চাচার ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আবারও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাচিত হয়েছেন। তাকে এর আগেও সহায়তা করেছি, এখনও করবো।’
তৈমুর আলম বলেন, ‘রাজনীতিতে জয়-পরাজয় কোনও বিষয় না। তার (আইভী) সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। ভাতিজি এসেছে চাচার বাসায়, অর্থাৎ মেয়ে এসেছে বাবার বাসায়। এখানে রাজনীতির কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আইভীর বাবা আলী আহমদ চুনকার হাত ধরেই ছাত্র রাজনীতি শুরু করি। তার মাধ্যমে আমার রাজনীতিতে হাতেখড়ি। আইভী আর আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। আমি তাকে সবকিছুতে সহায়তা করবো।’
এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে নির্বাচিত
হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতেও
গিয়েছিলেন আইভী।
রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর পান ৯২ হাজার ৫৬২ ভোট।
এর আগে ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার মেয়র পদে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
জেডআই/ডা