• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

উন্নয়নের সুফল নারায়ণগঞ্জের সব মানুষ ভোগ করবেন : আইভী

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৮:৪১ এএম

উন্নয়নের সুফল নারায়ণগঞ্জের সব মানুষ ভোগ করবেন : আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) কেন্দ্রভিত্তিক ফলাফলে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এই নিয়ে টানা তৃতীয়বার নগর অভিভাবকের দায়িত্ব পেলেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) রাতে নাসিক নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর জয় নিশ্চিত করে আইভী গণমাধ্যমকে বলেন,  'এ জয় উৎসর্গ করছি আমার নেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের জনগণকে, যারা আমাকে ভোট দিয়েছেন; মুক্তিযোদ্ধাদের জন্যও এ জয় উৎসর্গ করছি।’

তিনি বলেন, আমার এ জয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারও খুশি হবেন। কারণ, চুনকার (আলী আহম্মদ চুনকা, আইভীর বাবা) মেয়ের বিজয় মানে তৈমুরের বিজয়। যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের ছায়াতলে থাকবো এবং নারায়ণগঞ্জবাসীর সেবা করে যাবো।’

আইভী বলেন, ‘নির্বাচনি ইশতেহারে তৈমুর আলম যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো বাস্তবায়ন হয়নি এবং বাস্তবায়নযোগ্য সেগুলো গ্রহণ করা হবে। তৈমুর আলমসহ সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করবো। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, আমি সবার মেয়র। দলমতের ঊর্ধ্বে অতীতের মতো কোনও ধরনের বিভক্তি না করে সবার কল্যাণে উন্নয়ন করে যাবো। উন্নয়নের সুফল নারায়ণগঞ্জের সব মানুষ ভোগ করবেন।’

আইভী আরও বলেন, ‘শপথ নিয়ে চেয়ারে বসে প্রথম শীতলক্ষ্যা নদীর তীরে কদম-রসুল সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা হবে এ কাজ। নারায়ণগঞ্জের চলমান প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে। সবুজ-শ্যামল নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে।’

নাসিক নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে ৯২ হাজার ১৭১ ভোট পেয়েছেন। আইভী ও তৈমুরের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।

অর্ণব

আর্কাইভ