• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রংপুরে এক নারীসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৬:৩৭ এএম

রংপুরে এক নারীসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুরের গঙ্গাচড়ায় দুই নার্সারি ব্যবসায়ীকে কৌশলে ডেকে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খন্দকার গোলাম মোর্ত্তুজা।

তিনি জানান, গঙ্গাচড়া উপজেলার আলমবিদিত ইউনিয়নের ফুলবাড়ীর চওড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাচ্চু চন্দ্র (৫২), স্বপন রায় (২২) ও খাদিজা বেগম (৩৭)। তারা সবাই রংপুর জেলার বাসিন্দা। খুলনা খালিশপুর গোয়ালখালীতে বিশুদ্ধ এগ্রো নার্সারীর মাধ্যমে চারা গাছ উৎপাদন ও বিক্রি করে আসছিল নার্সারী ব্যবসায়ী খন্দকার শাহাবুল ইসলাম (৫৭) ও মোঃ ফারুক হোসেন (৩২)। শাহাবুল ফেসবুকে একটি পেইজ খুলে ওই নার্সারী চারা বিক্রি করে আসছিলেন। সম্প্রতি অপহরণকারী চক্রের সদস্য শাকিবুল ও সাহাবুদ্দিন চারা কেনার উদ্দেশ্যে ওই নার্সারী যায়। তারা চারাগুলো পছন্দ করে তাদের বাগান দেখতে শাহাবুল ও ফারুককে রংপুরে আসতে বলেন।

গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১০টায় খুলনা থেকে বাসে করে রংপুর নগরীর মর্ডাণ মোড়ে আসেন তারা। এরপর অপহরণকারী চক্রের সদস্যরা তাদের মোটরসাইকেলে করে গঙ্গাচড়া ফুলবাড়ি চওড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে নিয়ে যায়। এরপর শাহাবুল ও ফারুকের চোখ, হাত-পা বেঁধে মাদুরের উপরে একদিন আটকে রাখে এবং তাদের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেয় তারা। বিষয়টি জানতে পেরে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১০টায় ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ অপহরণকারীকে গ্রেফতারসহ অপহৃতদের অক্ষতদের উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযানের সময় অপহরণকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় র‌্যাব রুহুল আমিনের বাড়িতে তল্লাশী করে একটি দেশী পিস্তল, এক রাউন্ড গুলি, ৩টি তরবারী, একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অপহরণের সাথে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

অর্ণব

আর্কাইভ