• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ৫ মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ১০:০৭ পিএম

ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ৫ মাসের অন্তঃসত্ত্বা

গাইবান্ধা প্রতিনিধি

সুন্দরগঞ্জ উপজেলার নুরু মিয়া (৫০) নামের এক ব্যক্তির ধর্ষণে বাকপ্রতিবন্ধী এক তরুণীর (২০) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে মামলা হয়েছে।  ঘটনায় ওই প্রতিবন্ধীর মামা শফিকুল ইসলাম নারী শিশু নির্যাতন দমন আইনে সুন্দরগঞ্জ থানায় মামলাটি করেন।

উপজেলার পৌর শহরের ৪নং ওয়ার্ডের পূর্ব বাইপাস মোড় এলাকায় ঘটনা ঘটে। ওই বাকপ্রতিবন্ধীকে শারীরিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পৌরশহরের ৪নং ওয়ার্ডের পূর্ব বাইপাস মোড় এলাকায় দীর্ঘদিন ধরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী তার বাকপ্রতিবন্ধী মেয়েসহ বসবাস করে আসছেন। ওই মেয়ের বাবা ১৪ বছর আগে মারা যান। মা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় বাকপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে ভিক্ষাবৃত্তি করেন। এই সুযোগে প্রতিবেশী মৃত আকবার আলী ওরফে ঝড়ু মিয়ার ছেলে নুরু মিয়া বিভিন্ন সময়ে ওই বাকপ্রতিবন্ধী মেয়েকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। কিছুদিন থেকে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাকে পৌরশহরের মা ডায়াগনস্টিক সেন্টারে গত জানুয়ারি আল্ট্রাসনোগ্রাফি করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওই বাকপ্রতিবন্ধী মাসের অন্তঃসত্ত্বা। অবস্থায় ওই মেয়ের মামা মামলা করেছেন।

মেয়েটির মামা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভাগ্নির পাঁচ মাসের গর্ভবর্তী। এটি জানতে চাইলে সে ইশারায় প্রতিবেশী নুরু মিয়া কথা জানান। পরে ১৫ জানুয়ারি আমি নুরু মিয়ার বিরুদ্ধে মামলা করেছি।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহিল জামান বলেন, ‘ ঘটনায় আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।’

জেডখান/ডা

আর্কাইভ