• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

যে কেন্দ্রে ভোট দেবেন নাসিক নির্বাচনের প্রার্থীরা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৮:৩৩ এএম

যে কেন্দ্রে ভোট দেবেন নাসিক নির্বাচনের প্রার্থীরা

দেশজুড়ে ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (১৬ জানুয়ারি)। নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারসহ মোট ৬ জন মেয়র প্রার্থী নারায়ণগঞ্জ সিটি ভোটে অংশগ্রহণ করছেন।

এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ভোট দেবেন দেওভোগ শিশুবাগ স্কুলে। রোববার সকাল ৯টার দিকে তিনি ওই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা কেন্দ্রে রোববার সকাল ৮টায় ভোট দেবেন।

জানা গেছে, ভোটকেন্দ্র পরিবর্তন করেছেন নারায়ণগঞ্জে ক্ষমসীনদের প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য শামীম ওসমান। সিটির বাইরে এনায়েত নগর ইউনিয়নের ভোটার তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর এসব ভোটকেন্দ্রে ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষ থাকবে এবং এসব ভোটকক্ষে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোটের মাঠে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার এই সিটিতে এটি তৃতীয় নির্বাচন হতে যাচ্ছে। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে ভোট হয়।

এএমকে/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ