• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রাত পোহালেই টাঙ্গাইল-৭ উপনির্বাচনে ভোটযুদ্ধ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৩:৪০ এএম

রাত পোহালেই টাঙ্গাইল-৭ উপনির্বাচনে ভোটযুদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন শুধুই ভোটের অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার এদিন ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের এই ভোট প্রয়োগের মাধ্যমেই বাকি মেয়াদের জন্য সংসদ সদস্য নির্বাচিত হবেন।

এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন। তীব্র শীতেও জোর প্রচার চালিয়েছেন তারা।

 জানা যায়, এ আসনে সংসদ সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে খান আহমেদ শুভ, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)। প্রার্থীদের মধ্যে আসনটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত এই দুই প্রার্থী রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে তোলেন। ভোটে মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের খান আহমেদ শুভ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জহিরুল ইসলাম জহিরের সঙ্গে এমনটাই ধারণা করছেন সাধারণ ভোটাররা।

জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল হাসান বলেন, ‘শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এ আসনে ১২১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে পারব।’ 

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জেডআই/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ