• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টা : কিশোর গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০২:৪৮ এএম

ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টা : কিশোর গ্রেফতার

সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ৪ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে লাবিব (১২) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত লাবিব ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শোলশুলিয়া এলাকার আসলাম হোসেনের ছেলে। ভুক্তভোগীও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালের দিকে ভুক্তভোগী শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে পার্শ্ববর্তী বংশী নদীর তীরে একটি শিমক্ষেতে ধর্ষণের চেষ্টা করে ওই অভিযুক্ত। এ সময় শিশুটি চিৎকার করে উঠলে অভিযুক্ত তাকে ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় গতকাল (শুক্রবার) রাতে মেয়েটির বাবা ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘শিশুটির বাবা অভিযোগ দিলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জেডআই/ডা

আর্কাইভ