প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৭:৫৫ পিএম
রংপুর সদরে পাঁচ শতাধিক
দুস্থর মাঝে শীতবস্ত্র বিতরণ
করে উষ্ণ হাসি ফোটালেন
নর্থবেঙ্গল পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতি। উত্তরাঞ্চলে চলমান ঠাণ্ডা আবহাওয়ায় খেটে খাওয়া এসব
অসহায় মানুষ কম্বল পেয়ে বেজায় খুশি।
শনিবার
(১৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চন্দনপাট
ইউনিয়নের শ্যামপুর মহিলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব
কম্বল বিতরণ করা হয়। এ
সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুগ্ম দায়রা
জজ ও সংগঠনের সভাপতি
মো. ওয়ায়েজ কুরুনী সজীব।
কম্বল
পেয়ে শ্যামপুর পশ্চিমপাড়ার ষাটোর্ধ্ব আমেনা বেগম বলেন, ‘গত
বছর সরকারের একটা কম্বল পেয়েছিলাম।
এবার এই সংগঠনের একটি
কম্বল পেয়ে খুশি হয়েছি।
এবার খুব শীত। নাতনিসহ
এক বিছানায় থাকি। কম্বল পেয়ে খুব উপকার
হয়েছে।‘
কম্বল
বিতরণে আরও উপস্থিত ছিলেন-
চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, নর্থবেঙ্গল পর্যটন
শিল্প উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সিনিয়র
সহ-সভাপতি শাহরিয়ার সাঈদ পাভেল, কোষাধ্যক্ষ
হুমায়ূন কবির খান, তথ্য
ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সংগীতশিল্পী হৃদয় জে জেসহ
সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
নূর/ডা