• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাখি শিকারি ধরিয়ে দিলেই উপহার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১০:৫৭ পিএম

পাখি শিকারি ধরিয়ে দিলেই উপহার

নাটোর প্রতিনিধি

পাখি শিকারিকে ধরিয়ে দিলেই মিলছে উপহার। উপহার হিসেবে বয়স্কদের দেয়া হচ্ছে শীতবস্ত্র। আর যুবকেরা পাচ্ছেন ক্যাপ টি-শার্ট। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন নাটোর সিংড়া চলনবিলের পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কাকডাকা ভোরে পাখি শিকার রোধে নিংগইন, জোড়মল্লিকা, ভাগনাগরকান্দি শিববাড়ী এলাকায় প্রচারণা চালান পরিবেশবাদী কর্মীরা। এই শীতে পাখি শিকারি ধরিয়ে দিতে তথ্য প্রদানকারী বয়স্ক ব্যক্তিদের শীতবস্ত্র তরুণদের টুপি টি-শার্ট পুরস্কার দেয়ার ঘোষণা দেন তারা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘শীতে চলনবিলে লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। কিছু অসাধু পাখি শিকারি এসব অতিথি পাখি শিকারে মেতে উঠেছে। চলনবিলের জীববৈচিত্র্য পাখি বাঁচাতে প্রতিনিয়তই ছুটে চলেছি আমরা।’

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘চলনবিলের পাখি বাঁচাতে সবাইকে সচেতন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে জীববৈচিত্র্য রক্ষায়।’

জেডখান/এম. জামান

আর্কাইভ