• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০২:১২ এএম

প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত জানুয়ারি রাতে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ছাড়া একই দিন রাতে কামারঘোনা এলাকার রব মিয়ার মুদি দোকানের পাশে অবস্থিত নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সময় তাদের বাধা দিলে রাজিবুল হাসানের কর্মী আরিফ মানিক মিয়াকে পিটিয়ে জখম করা হয়। ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। হরিরামপুর থানায় করা এই মামলায় ৫০ জনের নামসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, বুধবার বিকেলে ঝিটকা বাজার থেকে শফিক বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

জেডখান/এম. জামান

আর্কাইভ