• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

জলোচ্ছ্বাসে মায়ের কোল থেকে ভেসে গেল শিশু

প্রকাশিত: মে ২৬, ২০২১, ১০:৫২ পিএম

জলোচ্ছ্বাসে মায়ের কোল থেকে ভেসে গেল শিশু

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে জলোচ্ছ্বাসে মায়ের কোল থেকে তিন বছরের একটি শিশু ভেসে গেছে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তার মরদেহ পাওয়া যায়। বুধবার (২৬ মে) বেলা ১১টায় জেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

শিশুটির নাম ইমামুল। সে ওই গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে।

জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসে সৃষ্ট জলোচ্ছ্বাসে অতিরিক্ত স্রোতের চাপে সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ী গ্রামের বিষখালি নদীর প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায়। ফলে ওই গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়ার স্ত্রী তার ছেলে ইমামুল হোসেনকে (৩) নিয়ে পার্শ্ববর্তী একটি আশ্রয় কেন্দ্রে রওনা দেন। 

এ সময় স্রোতের মুখে পড়লে তার শিশু সন্তানটি কোল থেকে ভেসে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন ক্ষতিগ্রস্ত নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য আশ্বস্ত করেন।

ডব্লিউএস/ওবায়েদ
আর্কাইভ