• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বন্ধুকে অচেতন করে ১৭ লাখ টাকা নিয়ে গায়েব

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ১০:২১ এএম

বন্ধুকে অচেতন করে ১৭ লাখ টাকা নিয়ে গায়েব

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মধ্যম আশ্রাফপুর এলাকায় ব্যবসার কথা বলে বন্ধুকে অচেতন করে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান আরেক বন্ধু। পরে র‍্যাবের অভিযানে ১৬ লাখ টাকাসহ ওই প্রতারক বন্ধু সোহবার হোসেন বিপ্লব (৩২) কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় অপহৃত বন্ধু ওমর ফারুককে।

গ্রেফতারকৃত বিপ্লব চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, কুমিল্লার মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা আবদুর রকিব গত ৭ জানুয়ারি ছেলে মো. কাজী ওমর শরীফ নিখোঁজ হয়েছে বলে সদর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তদন্ত সাপেক্ষে সোমবার (১০ জানুয়ারি) রাতে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওমর শরীফের বন্ধু মো. সোহরাব হোসেন বিপ্লবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আত্মসাতের ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপহৃত ওমর শরীফকে উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, ওমর শরীফ ও বিপ্লব ভালো বন্ধু। ঘটনার আগে বিপ্লব বন্ধু ওমর শরীফকে ব্যবসায়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে তার বাড়িতে আসতে অনুরোধ করে।

বন্ধুর কথামতো ওমর শরীফ ব্যবসার জন্য ১৭ লাখ টাকা নিয়ে আসে। বন্ধুর কাছে এতোগুলো টাকা এক সঙ্গে দেখে বিপ্লব আত্মসাতের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শরীফকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যায় বিপ্লব। পরে বিপ্লবকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিপ্লবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

অর্ণব

আর্কাইভ