• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাজীপুরে তুলার গুদামে আগুন

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৪:৫৪ এএম

গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । 

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, টঙ্গীর মিলগেট এলাকার তুসুকা পোশাক কারখানার পাশে স্থানীয় বাসিন্দা বাসারের মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অর্ণব

আর্কাইভ