• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দুর্বৃত্তের গুলিতে নিহত নবনির্বাচিত ইউপি সদস্য

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৮:০৬ এএম

দুর্বৃত্তের গুলিতে নিহত নবনির্বাচিত ইউপি সদস্য

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে উত্তম সরকার নামের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলি করে হত্যা করে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উত্তম সরকার সুন্দলী ইউনিয়নের ১ ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন। সে সুন্দলী ইউনিয়নের অশান্ত সরকারের পুত্র।

জানা গেছে, সুন্দলী ইউনিয়ন পরিষদে দাফতরিক কাজ করা অবস্থায় ফোনে তাকে ডেকে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। তারপর হরিষপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালিয়ে যায় তারা।

 নিহত উত্তম সরকারের কাকা স্বপন কুমার সরকার জানান, সোমবার রাতে উত্তম উপজেলার সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামের নিজের বাড়িতে ফিরছিলেন। পেছনে অপর একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তাকে অনুসরণ করছিল। রাত সোয়া ৮টার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পেছন থেকে আসা মোটরসাইকেলটি তার গতিরোধ করেন। এরপর তারা সামনে থেকে তার বুকের বাম পাশে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে উত্তম সরকার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ