• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নানকের বক্তব্যের জবাবে যা বললেন তৈমূর

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৯:০২ পিএম

নানকের বক্তব্যের জবাবে যা বললেন তৈমূর

দেশজুড়ে ডেস্ক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমি জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছে। বাকিটা আল্লাহ জানে কী হবে।’

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বন্দরের ২৭নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নানকের বক্তব্যের জবাবে তৈইমূর আলম আরও বলেন, ‘আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেনি, আমার সঙ্গের লোক ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছে, বাকি সময়টাও আল্লাহ রহমত করবে।’

এ সময় তৈমূর বলেন, ‘একটা প্রবাদ আছে মসজিদ ভাঙলে গড়া যায়, কিন্তু মন ভাঙলে গড়া যায় না। পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করালে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। একটা মেয়র নির্বাচনের জন্য সরকার যদি নগ্নভাবে পুলিশকে ব্যবহার করে ভয়ভীতি দেখায়, তাহলে সরকারপ্রধানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনটা নারায়ণগঞ্জের জনগণের আশা-আকাঙ্ক্ষার ওপর ছেড়ে দেয়া উচিত। জনগণ যেটা চায় সেটাই হবে।’

এর আগে রোববার (৯ জানুয়ারি) বিকেলে নাসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে সিদ্ধিরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে জাহাঙ্গীর কবির নানক বলেছিলেন, ‘তৈমূর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে।’  

এএমকে/এম. জামান

আর্কাইভ