প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৬:৪৯ এএম
উন্মোচিত হলো ভিডিও কলের
মাধ্যমে চিকিৎসার নতুন অগ্রযাত্রা। পেশেন্ট সেবা অ্যান্ড্রোয়েড অ্যাপ নিয়ে এলো চিকিৎসাসেবায় এক নতুন পরিবর্তন। এখন থেকে
পেশেন্ট সেবা অ্যাপের মাধ্যমে রোগীরা দেখাতে পারবেন দেশের সব সেরা ডাক্তার।
রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় টাঙ্গাইলের নিরালা রেস্টুরেন্টে অনলাইন ভিত্তিক এই চিকিৎসাসেবা বিষয়ক মোবাইল অ্যাপটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশেন্ট সেবা টিমের প্রধান উপদেষ্টা ডা. সাইফুল ইসলাম, পেশেন্ট সেবা টিমের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইব্রাহিম, মো. খায়রুল বাশার, মো. বেলাল হোসেন, বায়েজীদ রহমান সিয়াম ও নিয়ামুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. নুরুল ইসলাম শামীম, ধলেশ্বরী হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এ কে এম আব্দুল হামিদ, ডা. সাইদুর রহমান, ডা. রুহুল বারী, ডা. খালিদ হোসেন, ডা. সালেহ খান, ডা. তৌহিদুজ্জামান, ডা. সায়েম সাদেক। এ ছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সুপরিচিত চিকিৎসকগণ।
জেডআই/এম. জামান