• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ১২:৩৮ এএম

রোহিঙ্গা শিবিরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে (শফিউল্লাহ কাটা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার ( জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আগুনের ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, ১৬নং ক্যাম্পের জি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এখনও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টিম ছুটে গেছে। আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ