• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গাইবান্ধায় নৌকার প্রার্থীসহ ১৮ জনের জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৯:১৬ পিএম

গাইবান্ধায় নৌকার প্রার্থীসহ ১৮ জনের জামানত বাজেয়াপ্ত

গাইবান্ধা প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চ ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়নে নৌকার প্রার্থীসহ ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

রোববার ( জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তথ্য জানানো হয়।

যারা জামানত হারালেন- উদাখালী ইউনিয়নের নৌকা প্রতীকের আসাদুজ্জামান বাদশা, মোটরসাইকেল প্রতীকের শাহিন মিয়া। গজারিয়া ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের শামছুল আলম সরকার, আনারস প্রতীকের হাবিবুর রহমান হবি। ফুলছড়ি ইউনিয়নের ঘোড়া প্রতীকের বীর মুক্তিযোদ্ধা এম সবুজ সরকার। এরেন্ডাবাড়ী ইউনিয়নের হাতপাখা প্রতীকের জাহিদ হাসান, মোটরসাইকেল প্রতীকের আব্দুল ওয়াহাব, আনারস প্রতীকের শফিকুল ইসলাম, ঘোড়া প্রতীকের আজিজুর রহমান। কঞ্চিপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের গোলাম কিবরিয়া সবুজ, টেলিফোন প্রতীকের সাবিনা ইয়াসমিন সম্পা, টেবিল ফ্যান প্রতীকের রেদোয়ান আশরাফ হোসেন, দুটিপাতা প্রতীকের মেহেদি হাসান বাবু, হাতপাখা প্রতীকের আব্দুল মান্নান, ঘোড়া প্রতীকের রফিকুল ইসলাম, অটো রিকশা প্রতীকের রেজাউল করিম। উরিয়া ইউনিয়নে হাতপাখা প্রতীকের দেলোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকের আহসান হাবিব।

তথ্য নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস ছোবহান জানান, মোট ভোটের ভাগের ভাগের কম ভোট পাওয়ায় ওইসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।

নূর/এম. জামান

আর্কাইভ