• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কর্মস্থলে ফেরা হলো না কনস্টেবল তাজুলের

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৯:০৮ পিএম

কর্মস্থলে ফেরা হলো না কনস্টেবল তাজুলের

রংপুর ব্যুরো

এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন পুলিশ কনস্টেবল তাজুল ইসলাম (৩৫) স্বজনদের সঙ্গে দেখা করে ফিরছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু একটি অজ্ঞাত ঘাতক গাড়ি কেড়ে নিয়েছে তার প্রাণ।

রোববার ( জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার রাজেন্দ্রবাজার এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

নিহত তাজুলের ভাই রেজাউল করিমের বরাত দিয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, পীরগাছা কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার ( জানুয়ারি) নিজ বাড়ি কুড়িগ্রামে যান তাজুল। তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় সকাল ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল।

কাউনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন সরকার জানান, সকাল সোয়া ৮টার দিকে এক অটোচালকের মাধ্যমে সড়কে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় রয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

নূর/এম. জামান

আর্কাইভ