• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

টেকনাফে ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৭:০৯ পিএম

টেকনাফে ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার ( জানুয়ারি) রাতে হ্নীলা ইউপির ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেকর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান হ্নীলা বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ থেকে  কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে ওয়াব্রাং এলাকার পার্শ্ববর্তী নাফ নদী দিয়ে পাচার হবে। এমন তথ্যে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায় বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে সন্দেহভাজন দুইজন চোরাকারবারিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ সংলগ্ন ধানক্ষেতের মধ্য দিয়ে আসতে দেখে টহলদল তাদেরকে দেখামাত্র চ্যালেঞ্জ করে। দুষ্কৃতিকারীরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করামাত্রই রাতের অন্ধকার ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

পরে ধানক্ষেতের ভেতর পাচারকারী ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালিয়ে কোটি ৬০ লাখ টাকা মূল্যের লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর স্টোরে জমা রাখা হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ