• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শেষ

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ১১:০৩ পিএম

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শেষ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া আউলিয়ার ঘাট এলাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার ( জানুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশের কাকরাইলের মুরব্বি মাওলানা ঈদ্রিস আলী হেদায়েতি বয়ান শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দীর্ঘ ৪০ মিনিট আখেরি মুনাজাত করেন।

সময় জিম্মাদার হিসেবে ছিলেন বাংলাদেশের কাকরাইলের মুরব্বি মাওলানা বোরহানউদ্দিন।

ইজতেমার শেষ দিনে বয়ান শুনতে আখেরি মুনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকে শীতকে উপেক্ষা করে পঞ্চগড় পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান আসতে শুরু করেন। বেলা ১১টা বাজতেই পুরো ময়দান আশপাশের এলাকা, রাস্তাঘাট সব বয়সী ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়। ভারতের নিযামউদ্দিন মাকার্জ (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করে। এর আগে বৃহস্পতিবার ( জানুয়ারি) ফজরের পরে পাকিস্তানি সাথী ভাই মো. আব্দুর রহমান আম বয়ান করেন এবং বাংলাদেশের সাথী মো. জিয়া বাংলায় তর্জমা করেন।

এর মধ্য দিয়ে পঞ্চগড় জেলার ইজতেমা শুরু হয়। বুধবার ( জানুয়ারিথেকেই আশপাশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন এলাকার মানুষ ইজতেমায় অংশ নিতে ইজতেমা মাঠে আসা শুরু করে।

ইজতেমায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের মুসল্লি অংশ নেন।

নূর/এম. জামান

আর্কাইভ