• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সেলিম-শামীমকে গডফাদার বললেন আইভী

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:২৯ পিএম

সেলিম-শামীমকে গডফাদার বললেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ওসমান পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর দ্বন্দ্ব বেশ পুরাতন। তাদের দ্বন্দ্ব অনেকবারই প্রকাশ্যে চলে এসেছে। একবার তো একটি বেসরকারি টিভির লাইভ অনুষ্ঠানেও তার প্রমাণ পাওয়া যায়। পুরাতন দ্বন্দ্ব যে এখনও টিকে আছে তার প্রমাণ মেলে সম্প্রতি আইভীর বক্তব্যে। 

বিএনপি থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ করে আইভী রহমান বলেছেন, ‘গডফাদার সেলিম ওসমান ও শামীম ওসমানের প্রার্থী তৈমূর।’

শনিবার সকাল থেকে নগরীর দেওলি চৌরাপাড়া বন্দর এলাকায় প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এ সময় বেশ কয়েকটি পথসভাও করেন তিনি।

এ সময় আইভী বলেন, ‘তৈমুর স্বতন্ত্র বা বিএনপির প্রার্থী নন, গডফাদার সেলিম ওসমান ও শামীম ওসমানের প্রার্থী। তৃণমূলের নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। দলের হাইকমান্ড সব দেখছে, দেখবে। জনতাই আমার শক্তি, কোনো গডফাদারের দিকে তাকিয়ে আইভী নির্বাচন করবে না।

যদিও এর আগে আরেক পথসভায় আইভী দাবি করেছিলেন, তৈমূর তার চাচা আর এবারের লড়াই চাচা-ভাতিজির লড়াই। 

এদিকে, তৈমূরের দাবি, শুধু বিএনপি নয় সব দলের মানুষই আছে তার সমর্থনে। দলমত-নির্বিশেষে সাধারণ জনগণ আমার সঙ্গে আছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন। ২৭টি ওয়ার্ডজুড়ে এখন উৎসবের আমেজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের গণসংযোগ। নির্বাচনকে ঘিরে পাড়া মহল্লাগুলোতে মিছিলে, স্লোগানে, দিনরাত প্রচার-প্রচরণা ও গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

নির্ঝর/ডা 
আর্কাইভ