• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:২৭ পিএম

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

শীতে যবুথবু অবস্থায় গাইবান্ধার মানুষ। সবচেয়ে বেকায়দায় পড়েছেন ছিন্নমূল পরিবারের মানুষ। তাদের মধ্যে ১১০ জন প্রতিবন্ধীকে দেয়া হয়েছে কম্বল।

শনিবার ( জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুস্থ ১১০ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, রাজহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নূর/এম. জামান

আর্কাইভ