• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বিজয়ী নারী সদস্যের ওপর পরাজিত প্রার্থীর হামলা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৯:২৬ পিএম

বিজয়ী নারী সদস্যের ওপর পরাজিত প্রার্থীর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থীর ওপর হামলা করেছে পরাজিত প্রার্থী। হামলায় আহত নারী ইউপি সদস্যকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হাবেজা বেগম ওই গ্রামের রতন প্রামাণিকের স্ত্রী। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন।

বিজয়ী নারী ইউপি সদস্যের স্বামী রতন প্রামাণিক বলেন, ‘আমার স্ত্রী বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার ও তার স্বামী রউফ মোল্লাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় আমার স্ত্রীর কান কেটে যায়। তার কানে সাতটি সেলাই দেয়া হয়েছে।’

পরাজিত প্রার্থী নার্গিস আক্তার বলেন, ‘জয়ী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে বকাবাজি করে। আমার দিকে মারতে আসলে আমি ধাক্কা দেই। পড়ে গিয়ে কান কেটে গেছে। এ কারণে আমি লজ্জিত।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।’

জেডআই/ডা

আর্কাইভ