• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিদ্যুৎ নেই, আধাঁরে ঢাকা কুড়িগ্রাম

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০৩:৪১ এএম

বিদ্যুৎ নেই, আধাঁরে ঢাকা কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি

উত্তরের জেলা কুড়িগ্রামে হটাৎ করেই বিদ্যুৎ না থাকায় পুড়ো জেলা অন্ধকারে রয়েছে। বিদ্যুৎবিহীন আধাঁরে ঢাকা পুরো জেলার মানুষের পড়েছে চরম বিপাকে। বৃহস্পতিবার ( ৬ জানুয়ারী) বিকেল থেকে বিদ্যুৎ বিহীন অবস্থায় কুড়িগ্রাম জেলা সদরসহ নয়টি উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছে।

বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজে যুক্ত ওয়েল্ডিং, ঝালাই সহ বিদ্যুৎ চালিত মোটর, মেকানিক এর যন্ত্রপাতি সব যেন স্থবির হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে এ অবস্থা প্রকট আকার ধারণ করে। কারণ বিদ্যুৎ এ অভ্যস্ত মানুষ এখন আর কেরোসিনের বাতি বা মোমবাতি ব্যবহার করেন না। ফলে জেলার ৭টি উপজেলার কয়েক লাখ মানুষ  সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।

বিষয়টির সত্যতা জানতে কয়েকটি ওয়েল্ডিং এর দোকানে জিজ্ঞাসা করলে তারা জানান যে, দুপুরের পর থেকেই বিদ্যুৎ নেই। দিনের আলোতে সাধারণ মানুষ কাজকর্ম করলেও রাতে পড়েছে মহাসংকটে।

কুড়িগ্রাম পৌরশহরের ব্যবসায়ী মাঈদুল ইসলাম বলেন, আনুমানিক ৩-৪ ঘন্টা থেকে বিদ্যুৎ নাই। কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। লোডশেডিং হলে তো বিদ্যুৎ বিভাগ মাইকিং করে। তবে আজ প্রচারণা ছাড়াই ৩-৪ ঘন্টা বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পর থেকে কোন কাজ করতে পারছি না।

শহরের আরেক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, সেই বিকেল থেকে বিদ্যুৎ নাই। কম্পিউটারে কোন কাজ করতে পারছি না। অনেক কাস্টমার এসে ঘুরে যাচ্ছে।

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, কুড়িগ্রামের টগরাই হাট এলাকার যে আমাদের গ্রিট রয়েছে সেখানে সমস্যা হয়েছে বিদ্যুৎ ইন করতে পারছে না। একারণেই মুলত লোডশেডিং। কাজ চলমান রয়েছে দ্রুত সমাধান হবে।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ