• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাটুরিয়া ও আরিচায় সীমিত আকারে চলছে ফেরি

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৬:১৯ পিএম

পাটুরিয়া ও আরিচায় সীমিত আকারে চলছে ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল করছে। বুধবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিল্লুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে ঢেউ বাড়ছে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে সীমিতভাবে ফেরি চলাচল করছে।’

তিনি আরও বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ছোট-বড় মোট ২০টি ফেরি থাকলেও জরুরি যানবাহন পারাপারের জন্য মাত্র ২-৩টি ফেরি চলাচল করছে। যদি অবস্থা অনুকূলে না আসে তাহলে দুর্ঘটনা এড়াতে যেকোনো সময় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হতে পারে। সীমিত আকারে ফেরি চলাচল করায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানের সংখ্যা বাড়ছে।’

অপরদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মঙ্গলবার (২৫ মে) বিকেল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ডব্লিউএস/এম. জামান
আর্কাইভ